• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিচ্ছেদ ইস্যুর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৮:০১ পিএম
বিচ্ছেদ ইস্যুর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া
অভিনেত্রী তানিয়া আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনে বিচ্ছেদ বর্তমানে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন সংগীত পরিচালক এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। বর্তমানে দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্যে সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের তানিয়া বলেন, ‘‘নতুন একটি সিনেমায় অভিনয় করছি। সিনেমার নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।’’

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জানান, সিনেমাটি নির্মাণ করবেন সুমন ধর। এর আগে ওয়েব ফিল্ম বানালেও এবারই প্রথম চলচ্চিত্র বানাতে যাচ্ছেন তিনি। বছরের শেষ দিকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

তানিয়া আহমেদ বলেন, ‘‘দুদিন পরপর পরিচালকের সঙ্গে আমার কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায় হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। সিনেমার গল্পের এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’’

এসময় নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘‘আমার কাছে মনে হয়, এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব।’’

এর আগে দেশের সংবাদমাধ্যকে টুটুলের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী তানিয়া। তার কিছুদিন পরেই এই বিষয়ে মুখ খুলেন সংগীতশিল্পী টুটুল। 

Link copied!