• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মারা গেলেন উত্তম কুমারের নায়িকা অঞ্জনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৬:৩৭ পিএম
মারা গেলেন উত্তম কুমারের নায়িকা অঞ্জনা
অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের সঙ্গে উত্তম কুমার । ছবি: সংগৃহীত

মারা গেলেন উত্তম কুমারের নায়িকা ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ষাটের দশক থেকে আটের দশকে বাংলা সিনেমা পর্দায় দাপিয়ে বেড়ানো অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। 

বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন বাংলা সিনেমার এই বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

‘আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অঞ্জনা। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তার দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা মায়ের কাছে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অভিনেত্রীর জন্ম ১৯৪৪ সালে। তাঁর আসল নাম আরতি ভৌমিক। ২০ বছর বয়সে বাংলা সিনেমায় তার অভিষেক হয় ‘অনুষ্টুপ ছন্দ’ ছবির মাধ্যমে।

তবে প্রথম ছবি মুক্তির আগেই তিনি নাম বদলে হন অঞ্জনা। ষাটের দশক থেকে আটের দশকে বাংলা সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন অঞ্জনা। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
উত্তম কুমারের সঙ্গে মোট ৭টি ছবিতে জুটি বেঁধেছিলেন। উত্তম কুমারের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ‘থানা থেকে আসছি’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনো মেঘ’, ‘চৌরঙ্গী’, ‘শুকসারী’, ‘রৌদ্রছায়া’ ছবিতে।

তবে তার অভিনয় জীবন খুবই অল্প। সিনেমার পর্দা থেকে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনেকটাই দূরে। নিজের মতো করে জীবনযাপন করছিলেন। তাঁর দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা ভৌমিকও অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। তবে তাঁরা দুজনও এখন রয়েছেন সিনেমা থেকে অনেকটাই দূরে। অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের আরেকটি পরিচয় তিনি অভিনেতা যিশু সেনগুপ্তর শাশুড়ি।

 

Link copied!