• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

জেমসের কাছে জ্বালাময়ী প্রতিবাদী কণ্ঠে গানের আবদার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৩:৫৭ পিএম
জেমসের কাছে জ্বালাময়ী প্রতিবাদী কণ্ঠে গানের আবদার
জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কাছে জ্বালাময়ী প্রতিবাদী কণ্ঠে গানের আবদার করলেন কোটা আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

গতকাল (১ আগস্ট) বৃহস্পতিবার জেমসের ফেসবুকে দেখা যায় লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের ছবি। এতে ভক্তরা নিশ্চিত হয়েছেন, গুরু জেমসও এই আন্দোলনে সংহতি জানিয়েছেন। মন্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে সবাই শিল্পীর প্রশংসা করছেন, দিচ্ছেন ধন্যবাদ। কেউ কেউ ছাত্র আন্দোলন নিয়ে জেমসের কাছে নতুন গানেরও আবদার তুলেছেন।

মন্তব্যকারীদের মধ্যে অনেকেই লিখেছেন,  ‘গুরু একটা প্রতিবাদী গান হয়ে যাক’, সাকিব আহাম্মেদ লিখেছেন, ‘গুরু জ্বালাময়ী প্রতিবাদী কণ্ঠে একটা নতুন গান হয়ে যাক’, মোহাম্মদ নাজিম উদ্দিন লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, নগরবাউলের পক্ষ থেকে এই সংকটময় মুহূর্তে জ্বালাময়ী গান আশা করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা।

‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, শঙ্খ দাশগুপ্ত, হুমাইরা বিলকিস, তানিম নূর, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাসিক আমিন, ধ্রুব হাসান, অভিনেতা আজাদ আবুল কালাম, অভিনেত্রী আজমেরী হক বাধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ। ফার্মগেটের সমাবেশে উপস্থিত ছিলেন তাদের অনেকে।

Link copied!