• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

ঈদে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছেন ইমরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ১২:২০ পিএম
ঈদে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছেন ইমরান
ইমরান ও মারিয়া। ছবি: সংগৃহীত

ঈদ উৎসবে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছে জনপ্রিয় সংগীত শিল্পী  ইমরান। গানটির শিরোনাম ‘ভালোবাসি বলে যাও’। লিখেছেন ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘রাজকুমার’-খ্যাত সিনেমার গীতিকবি আসিফ ইকবাল। আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। কণ্ঠ দিয়েছেন ইমরানের সঙ্গে মারুফা তৃষা।

গানটির কথার রেশ ধরে হয়েছে সিনেম্যাটিক ভিডিও। সৈকত রেজার নির্মাণে এতে নায়ক ইমরানের বিপরীতে নায়িকারূপে হাজির হচ্ছেন মারিয়া শান্ত।

গানচিত্রটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘একদম সুপার সিনেম্যাটিক গান এটি। কথা যেমন, ভিডিওটাও সিনেমার মতো হয়েছে। আশা করছি ঈদে সবার ভালো লাগবে এটি।’

ইমরান জানান, শিগগিরই গানচিত্রটি প্রকাশ পাবে তারই ইউটিউব চ্যানেলে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!