জামালপুরের যমুনার চরে চলছে শাকিব খান অভিনীত সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার শুটিং। এই ছবিতে শাকিবের নায়িকা পূজা চেরি। শুটিং স্পট গ্রাম এলাকা হওয়ায় দূর থেকে মানুষ আসছেন শুটিং দেখতে। সেই শুটিং দেখতে আসাদের সবাই সুপারস্টার শাকিবের ভক্ত।
তবে শাকিবের শুটিং দেখতে না পারায় এক নববধূ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সোমবার (১১ অক্টোবর) জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে এ ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।
বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু ইয়াসিন অসুস্থ থাকায় তাকে নিয়ে যেতে পারেননি। এ নিয়েই বাধে ঝগড়া। সেই ঝগড়া থেকেই ক্ষুব্ধ হয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বধূ। পরে দ্রুত ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন ইয়াসিন।
এদিকে সেই নববধূর আত্মহত্যার চেষ্টার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, ওই নববধূকে শাকিব খানের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ জানানো হবে।
































