• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৬

ক্ষুধায় ডাস্টবিনের খাবার তুলেও খেতেন ভারতী সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৬:২৪ পিএম
ক্ষুধায় ডাস্টবিনের খাবার তুলেও খেতেন ভারতী সিং

ভারতীয় জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। গরিব পরিবার থেকে উঠে এসেছেন ভারতী। একটা সময় বেশ কষ্ট করে সংসার চলত তাদের। সম্প্রতি এক সাক্ষৎকারে সেসব নিয়ে কথা বলেছেন এই কৌতুকশিল্পী।

হিন্দুস্তান টাইমসের সূত্র মতে ভারতী জানান, তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। সেই বাড়ি থেকে যতটুকু খাবার পেতেন, সেগুলোই তিনি সন্তানদের জন্য রাখতেন। তাদের এতই অর্থকষ্ট ছিল যে ভারতী নাকি তার জীবনে কখনোই একটা আস্ত আপেল খেতে পাননি। তিনি বলেন, এমনও দিন গেছে খিদের জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছি। ধনীরা আপেল খেয়ে যে অংশটা ফেলে দিত, সেটাই ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছি, পেটের ক্ষুধায়।

ভারতীর ভাষ্য, যারা কৌতুকশিল্পী হয়ে কাজ করছেন, তাদের অনেকেই গরিব পরিবার থেকে এসেছেন। কমেডি আসে সাধারণত কষ্ট থেকেই। তিনি আরও বলেন, মায়ের সঙ্গে অনেক মানুষকে খারাপ আচরণ করতে দেখেছি। অন্যের বাড়িতে খাবার ও সবজি বেঁচে গেলে, তারা সেই উচ্ছিষ্ট মাকে দিয়ে বলতেন—খাবার বেঁচে গেছে, নিয়ে যাও। তবে বর্তমানে দেশের সর্বোচ্চ আয়কারী নারী এই ভারতী সিং। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!