• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন দিশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:২১ পিএম
বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন দিশা

বলিউডডে দিশা পাটানির ক্যারিয়ারের সুসময় চলছে বলা যায়। নতুন আসা নায়িকাদের মধ্যে তাকে বেশ সম্ভাবনাময়ী মনে করা হয়। 

সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রী মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ধারণা করা হচ্ছে, টাইগার শ্রফের সঙ্গে সংসার জীবন শুরু করতেই নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, মুম্বাইয়ের খারে রুস্তমজি প্যারামাউন্টের ১৬ তলায় এক হাজার ১১৮.৯ স্কয়ারফিটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন দিশা পাটানি। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি রুপি। একই আবাসনে এই আবাসনেই টাইগার-দিশার প্রতিবেশি হচ্ছেন অভিনেত্রী রানি মুখার্জীও। প্রায় এক হাজার ৪৮৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন রানি। আর সেই ফ্ল্যাটের দাম ভারতীয় মুদ্রায় ৭.১২ কোটি রুপি। রানির ফ্ল্যাটটি ২২ তলায় অবস্থিত।

জানা গেছে, রুস্তমজি প্যারামাউন্টের এই প্রোজেক্ট আবাসনের ভিতরেই বিলাশবহুল জীবনযাত্রার সবধরণের রসদ মজুত রয়েছে। মিনি থিয়েটার, স্পা, স্যালোঁ, ব্যাঙ্কোয়েট হল, স্কাই লজ, বিজনেস সেন্টার, জিমখানা সবই থাকছে আবাসনের ভিতরেই। 

Link copied!