• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহরুখ সবচেয়ে ভালো উপদেশ দেয়: দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৩:৩৩ পিএম
শাহরুখ সবচেয়ে ভালো উপদেশ দেয়: দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘‘ক্যারিয়ারের বিভিন্ন সময়ে শাহরুখ খানের কাছ থেকে সবচেয়ে ভালো উপদেশ পেয়েছেন তিনি। যেগুলো তার পথচলায় বেশ সাহায্য করেছে।’’ 

শাহরুখকে নিজের কাছের মানুষ বলে মনে করেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘‘যখন আপনি একটি ছবির শুটিং করবেন, তখন সেখানকার মানুষদের সঙ্গে আপনার জীবন ভাগ করে নিবেন। আপনার সুন্দর কিছু স্মৃতি তৈরি হবে যা আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।’’

শাহরুখ-দীপিকা এই দুই পুরোনো জুটি এবার বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ সিনেমায় স্কিন শেয়ার করেছেন। এরআগে তারা একসঙ্গে তিনটি ছবিতে একসঙ্গে রোমান্স করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ারের’ পর নতুন ছবি নিয়ে আসছেন তারা। 

কাজের বাইরেও শাহরুখ খানের পরিবারের সঙ্গেও দীপিকা পাড়ুকোন দারুণ সম্পর্ক রয়েছে। শাহরুখের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!