ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত ভেস্তে গেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রখ্যাত সংগীতশিল্পী জেমস ও তার নগর বাউল ব্যান্ডের পরিবেশনা চলার আগেই উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে কনসার্ট শুরুর কথা ছিল। তবে পরিবেশনা শুরু হওয়ার ঠিক আগে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাইরে অবস্থান করা একটি দল ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়।
জিলা স্কুলের শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পিছু হটে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন যে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, গান শোনার উদ্দেশ্যে আসা বহিরাগত দর্শকদের স্কুল ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে ইট ছোড়েন। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।















-20251226075252.jpeg)





















