• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

কানাডায় মাধুরীর শো, ‘সময় ও টাকার অপচয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:০৭ পিএম
কানাডায় মাধুরীর শো, ‘সময় ও টাকার অপচয়’

বলিউডের চিরচেনা নৃত্যশিল্পী ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি কানাডায় একটি লাইভ শোতে অংশ নেন। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। অভিযোগ উঠেছে—প্রথম শোতে তিন ঘণ্টা দেরিতে পৌঁছান মাধুরী, ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। শুধু তাই নয়, শো-পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বয়কটের দাবিও।

যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে এতদিন কোনো প্রশ্ন ওঠেনি, তিনিই এবার দর্শক ও আয়োজকদের তোপের মুখে। কানাডা জুড়ে ছড়িয়ে পড়েছে শোয়ের একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, অপেক্ষায় ক্লান্ত দর্শকরা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—“বেশি টাকা দিয়ে টিকিট কেটে এতক্ষণ বসে থাকা কেন?”

শুধু মাধুরী নয়, কাঠগড়ায় উঠেছেন কনসার্টের আয়োজকরাও। অনেকে তাদের বিরুদ্ধে চরম বিশৃঙ্খলা ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। কেউ লিখেছেন, “পুরো অনুষ্ঠানটাই ছিল সময় ও টাকার অপচয়।” আবার কেউ কটাক্ষ করে বলেছেন, “বিজ্ঞাপনে তো লেখা ছিল না, মাধুরী মাত্র কয়েক সেকেন্ড নাচবেন আর বাকিটা সময় গল্প করবেন!”

শো শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া ঝড় তোলে। কেউ দাবি তুলেছেন, “টিকিটের টাকা ফেরত দিতে হবে,” আবার কেউ বলছেন, “এটা মাধুরীর মতো তারকার কাছ থেকে একেবারেই প্রত্যাশিত নয়।”

তবে এখনো পর্যন্ত এই বিতর্কে মাধুরী দীক্ষিতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা অভিনেত্রীর ভাবমূর্তিতে কিছুটা প্রভাব ফেলতে পারে, যদিও মাধুরীর দীর্ঘদিনের সুনাম ও জনপ্রিয়তা এই বিতর্ক কাটিয়ে উঠতে সাহায্য করবে বলেই আশা করছেন ভক্তরা।

Link copied!