ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর এখন বড় পর্দাতেও নিয়মিত হচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
মেহজাবীন জানান, তিনি দীর্ঘমেয়াদি বা অনেক দূরের পরিকল্পনা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকে এজন্য দায়ী করে তিনি বলেন, ‘আমি যদি আজই রাস্তায় বের হয়ে কোনো দুর্ঘটনায় মারা যাই, তাহলে এত পরিকল্পনার মানে কী? তাই অনেক লম্বা সময়ের চিন্তা করতে চাই না।’
অভিনেত্রীর বিশ্বাস, শিল্পীর কাজই তার প্রকৃত পরিচয় বহন করে। তার মতে, কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা অপ্রয়োজনীয়।
“আমি কতটা ভালো করলাম বা করলাম না—এগুলো আলাদা বিষয়। আমার কাজই কথা বলবে,” যোগ করেন তিনি।
বড় পর্দার কাজ নিয়েও মেহজাবীন আশাবাদী। তিনি জানান, সিনেমায় যেহেতু যাত্রা শুরু করেছেন, তাই ভালো গল্প ও চরিত্র পেলে আগামীতেও নিয়মিত কাজ করতে চান।
তবে ভক্তদের উদ্দেশে তিনি একটি বাস্তবতাও তুলে ধরেন। নতুন প্রজেক্টের তথ্য গোপন রাখার বিষয়ে মেহজাবীন বলেন, ‘অনেকেই মনে করেন আমরা ইচ্ছে করে কিছু বলি না। আসলে এর পেছনে থাকে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস। প্রযোজনা সংস্থাগুলো সুনির্দিষ্ট কৌশল অনুযায়ী ঠিক করে দেয় কবে কোন তথ্য প্রকাশ পাবে।’