• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘গোলন্দাজ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০২:০৪ পিএম
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘গোলন্দাজ’

দুর্গোৎসবে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সুপারস্টার দেব অভিনীত ও প্রযোজিত ‘গোলন্দাজ’ সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি টলিউড বক্স অফিসে সাড়া ফেলে দেয়। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের আলোকে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পাবেন। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানি করা হয়েছে। বিনিময়ে পশ্চিমবঙ্গে রপ্তানি করা হয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ সিনেমাটি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত এ সিনেমা থেকে অর্জিত হয়েছিল একাধিক জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর ‘গোলন্দাজ’ বাংদেশের হলে মুক্তি পাবে। সিনেমাটি আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সেন্সর থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘গোলন্দাজ’।

সর্বশেষ আমদানি প্রক্রিয়ায় জিতের সিনেমা ‘বাজি’ মুক্তি পেয়েছিল বাংলাদেশের সিনেমা হলে। সিনেমাটি দর্শক গ্রহণ করেনি।

Link copied!