অস্ট্রেলিয়ার নাগরিত্ব পেয়ে সেখানেই কয়েকবছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। খুব বেশি প্রয়োজন না হলে দেশে ফেরেন না। জানা গেছে, ডিসেম্বরে দেশে আসছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। ঢালিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর।
আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। শোনা যাচ্ছে, বিশেষ দিনটি তিনি দেশে কাছের মানুষদের নিয়েই উপভোগ করতে চান। তবে ঠিক কত তারিখে তিনি ফিরবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে শাবনূর এখন নিয়মিত জিমে সময় দিচ্ছেন। নানা রকম কসরত করে মেদ ঝরাচ্ছেন। ফিটনেস ঠিক করে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তার। সেজন্য চেষ্টার কমতি রাখছেন না।
কিছু দিন আগেই শাবনূর তার নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। চালু করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজও। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় হওয়ার সুবাদে তার ভক্তরাও বেজায় খুশি। সিনেমায় ফেরা প্রসঙ্গে লাইভে এসে শাবনূর বলেছিলেন, ‘যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, তাহলে কাজ করতে চাই।’
প্রতি শুক্রবারেই লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন বলেছিলেন শাবনূর। তবে এর ফাঁকেই তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব হ্যাক হয়ে যায়। এ কারণে বিপাকে পড়ে যান তিনি। কয়েক দিন পর অবশ্য চ্যানেলটি উদ্ধার করতে সক্ষম হন নায়িকা।