‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী জহরত মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এটি বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র।
জহরত সোমবার (১৯ জুলাই) লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ফেরদৌস রহমান জানান, জহরত আরার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। ১৯৫৩ সালে এই চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়। ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।
আবদুল জব্বার খান পরিচালিত এ চলচ্চিত্র ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।
জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন তিনি। সিনেমার পাশাপাশি ভাষা আন্দোলনেও ছিল তার ভূমিকা।