• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্কুল-কলেজের ছুটি আরো দুই সপ্তাহ বাড়তে পারে : শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৪:২৭ পিএম
স্কুল-কলেজের ছুটি আরো দুই সপ্তাহ বাড়তে পারে : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

স্কুল-কলেজের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “করোনা অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এ পরিস্থিতিতে আরও দুই সপ্তাহ ছুটি বাড়তে পারে।”

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, “যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, সেহেতু ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।” 

এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীর পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

তবে এর মধ্যেই ইঙ্গিত মিলেছে, চলমান এ ছুটি বাড়তে পারে এক থেকে দুই সপ্তাহ। আর শিক্ষার্থীদের করোনার টিকানের গতি বাড়াতে টিকা সপ্তাহ করারও কথা ভাবছে সরকার।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!