• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

হলুদের সাজে কেয়া পায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৫৬ পিএম
হলুদের সাজে কেয়া পায়েল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার সাবলীল অভিনয় এবং গ্ল্যামার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।

সম্প্রতি এই অভিনেত্রী তার বন্ধু-বান্ধবীদের সঙ্গে তোলা গায়ে হলুদের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কেয়া পায়েল বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। হলুদ সন্ধ্যার খোশ মেজাজে কেয়া পায়েলকে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।

কেয়া পায়েল বন্ধু-বান্ধবীদের সঙ্গে পোশাকের রঙে মিলিয়ে শাড়ি পরেছিলেন। বন্ধুদের সঙ্গে তোলা গ্রুপ ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’

এদিকে কমেন্ট বক্সে শুরু হয়েছে অন্য আলোচনা। নেটিজেনরা এখন একটাই প্রশ্ন জানতে চাইছেন- কেয়া পায়েলের বিয়ে কবে?

একজন অনুরাগী কমেন্ট বক্সে সরাসরি লিখেছেন, ‘তা ঠিক আছে কিন্তু পায়েলের কবে?’ আরেকজন জানতে চেয়েছেন, ‘বন্ধুর হলুদে গেছেন, আপনার বিয়ে কখন হবে?’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!