প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অষ্টম সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপস্থাপন করেন।
সভাকে জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে। ওই ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও সম্মতি দিয়েছে।
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ওই ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করে।
সভায় বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে বলে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।
সভায় সিদ্ধান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১তম থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সুপারিশ করা হলো।







































