শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ ও চলমান শিক্ষাকালীন চাপ বিবেচনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত সময়সূচি অনুসারে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি আশাবাদ ব্যক্ত করে যে, পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সবাই পূর্ণ সহযোগিতা করবেন।
সংগঠনটি আরও জানিয়েছে— তাদের বেতন–সংক্রান্ত ন্যায্য দাবি ও অন্যান্য দাবিদাওয়া দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। যাতে ভবিষ্যতে শিক্ষার ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত না হয়। বাসমাশিস জানিয়েছে, দাবিগুলোর অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে এন্ট্রি–পদের বেতন নবম গ্রেডে উন্নীতকরণসহ চার দফা দাবিতে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করে আসছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা ও খাতা মূল্যায়ন কার্যক্রমেও তারা অংশ নেননি।





































