রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ ও ইংলিশ স্পায়ারের যৌথ আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের এম বদর উদ্দীন লেকচার থিয়েটারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান।
দ্বিতীয় অধিবেশনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে মাস্টারক্লাস নেন ইংলিশ স্পায়ারের সিইও তামান্না মাকসুদ। সমাপ্তি অধিবেশনে উচ্চশিক্ষায় ইংরেজি দক্ষতার ভূমিকা ও দক্ষতা অর্জনের উপায় নিয়ে সেশন নেন ইংলিশ স্পায়ারের সিওও দীপ্তি রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. এম আনিসুর রহমান, অধ্যাপক ড. এম আব্দুল আলিম, অধ্যাপক ড. জুলফিকার আহমেদ, সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক কেএমএস তারেক, সহকারী অধ্যাপক সালাহউদ্দিন সাইমুম প্রমুখ। কর্মশালায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।