• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৫৯ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
ড. ফেরদৌসী খাতুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়ে দুটি ক্লাসের উপস্থিতি প্রদান, ধারাবাহিক মূল্যায়ন নম্বর প্রদানের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতাসহ শৈথিল্য প্রদর্শন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্য দপ্তরের কর্মকর্তাদের হুমকিসহ অশালীন ভাষা ব্যবহার ও কটূক্তি করে অসাধারণ ও নৈতিক স্খলনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, এ ধরনের আচরণ ও কার্যকলাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হলো।

Link copied!