• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

গ্রিন ইউনিভার্সিটিতে ‘স্মার্ট অ্যাঙ্করিং’ শীর্ষক কর্মশালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ১১:২৬ এএম
গ্রিন ইউনিভার্সিটিতে ‘স্মার্ট অ্যাঙ্করিং’ শীর্ষক কর্মশালা

উপস্থাপনায় দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘স্মার্ট অ্যাঙ্করিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ প্রধান অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক ড. আফজাল হোসেন খান, ফোরাম মডারেটর মো. শামীম মণ্ডল।

কর্মশালায় বেসরকারি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার আশিক তমাল ও মাহমুদুল হাসান জাহিদ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, জীবনচলার পথে যে সফট স্কিলগুলো স্বীকৃত, এর অন্যতম হলো উপস্থাপনা। যা শুধু পেশা হিসেবে নয়, ব্যক্তিজীবনের অনেক ক্ষেত্রেও কাজে দেয়। যেকোনো একটি সাফল্যের পেছনে সফট স্কিলের অবদান ৭০ থেকে ৮০ ভাগ। তাই শুধু ক্লাসের শিক্ষা নয়, এর বাইরেও অনেক দক্ষতা অর্জন করা জরুরি।

উপাচার্য আরও বলেন, সংবাদে বস্তুনিষ্ঠতা অনেক বেশি প্রয়োজন। সংবাদে অতিরঞ্জিত ব্যাপার কাম্য নয়। খেয়াল রাখতে হবে, এসব কারণে অনেক সময়ই সত্য ঢাকা পড়ে যায়।

কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বলেন, কথাবার্তায় হৃদয়গ্রাহীতা আসলেই একজন ভালো বক্তা হওয়া যায়। কিন্তু এ ক্ষেত্রে উপস্থাপনা আরও এক ধাপ এগিয়ে। কারণ বক্তব্যের সঙ্গে এখানে নিজেকেও মডেল হিসেবে উপস্থাপনের ব্যাপার থাকে। উপস্থাপনা শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা।

Link copied!