• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬
ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

রাতে হঠাৎ বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ১২:৩২ এএম
রাতে হঠাৎ বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

হঠাৎ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল থেকে বের হয়ে ক্যাম্পাসে এসে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঘটনা শুরু। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন।

হল সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যোগ দেন। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- স্লোগান দিতে থাকেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী ‍‍`বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের‍‍` সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমকে মিছিলের নেতৃত্বে দেখা যায়।

সূত্রমতে, রাত সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রত্যেক হলে হলে যান। তারা রাজু ভাস্কর্যে প্রতিবাদী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা এবং পদপ্রত্যাশীরা শিক্ষার্থীদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে ক্যাম্পাসের বিক্ষোভ যোগ দেন।

এর আগে, রাত ৯টা থেকে প্রতিটি হলের শিক্ষার্থীরা সমস্বরে ‘আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার’ স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিতে থাকেন তারা। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন। 

Link copied!