• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

২৮ নভেম্বর হতে পারে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০১:৩৩ পিএম
২৮ নভেম্বর হতে পারে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইন আবেদন করেছে। এই আবেদনকারী শিক্ষার্থীদের বাছাই করতে ২৮ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর লটারির জন্য নির্ধারিত থাকলেও ওই দিন এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে তাই লটারির তারিখ পিছানো হয়েছে বলে মাউশি সূত্রে জানা যায়।

এবারও মাউশির অধীন দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২৪ অক্টোবর। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বাড়িয়ে ১৮ নভেম্বর করা পর্যন্ত বাড়ানো হয়।

জানা যায়, এবার কেন্দ্রীয় এই লটারির অধীন আসা সারা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
মোট আসনের মধ্যে ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০১টি। এর মধ্যে আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজার ১৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

অন্যদিকে ৩ হাজার ১৮৮টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ জন।

 

 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!