• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

নতুন রেজিস্ট্রারের সঙ্গে শাবি প্রেসক্লাবের নেতাদের মতবিনিময়


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৮:০৫ পিএম
নতুন রেজিস্ট্রারের সঙ্গে শাবি প্রেসক্লাবের নেতাদের মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঙ্গে শাবি প্রেসক্লাবের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মো. নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন শিশির, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ প্রমুখ।

ফজলুর রহমান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বিভিন্ন সংকট ও সম্ভাবনা সমাজের মানুষের সামনে তারা তুলে ধরে থাকেন। রেজিস্ট্রার দপ্তরের সঙ্গে শাবি প্রেসক্লাবের সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে অতীতের মতো আগামীতেও রেজিস্ট্রার দপ্তর সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।

সভায় প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের নানা কারণে যোগাযোগ করতে হয়। ফলে এ দপ্তরের সবার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক অনেক জোরালো। 

Link copied!