• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

কোটা সংস্কার আন্দোলনে অচল পুরান ঢাকা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৫:৪৮ পিএম
কোটা সংস্কার আন্দোলনে অচল পুরান ঢাকা

২০১৮ সালের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ছাত্র বিক্ষোভের কারণে অচল হয়ে পরেছে পুরান ঢাকা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় সাহায্য করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে এ আন্দোলন কর্মসূচির শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে তাঁতিবাজার মোড় থেকে গুলিস্তান হয়ে জিরোপয়েন্ট মোড়ে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ রয়েছে জিরোপয়েন্ট মোড়। সেখান দিয়েই আসা-যাওয়ার পথ পুরান ঢাকা এবং কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীর। ফলে অচল হয়ে পড়েছে পুরান ঢাকার চলাচল ব্যবস্থা।

বাংলাদেশের অধিকাংশ পাইকারি ব্যবসায়ীর অবস্থান পুরান ঢাকার তাঁতিবাজার, ইসলামপুর মার্কেট, পাটুয়াটলী, বাদামতলী, কদমতলী, জেলাপরিষদ মার্কেট, কেরানীগঞ্জ। এসব এলাকা থেকে মাল কিনে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।

তাঁতিবাজারের ব্যবসায়ী আবু সালাম বলেন, “ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলে আমাদের বেচাকেনা নেই বললেই চলে। আন্দোলনে যানবাহন বন্ধ থাকায় কোনো ক্রেতা আসছে না। আমরা অবসর সময় পার করছি। জানি না এমন আর কতদিন চলবে।”

ইসলামপুর মার্কেটের বোরকা ব্যবসায়ী ইকবাল খন্দকার বলেন, “আমাদের বিক্রি অর্ধেকেরও কমে নেমে এসেছে। তাঁতিবাজার মোড় বন্ধ থাকায় আমাদের মার্কেটে কোনো মানুষ দেখা যায় না।”

Link copied!