দেশব্যাপী চলমান বিএনপি-জামায়াতের হরতালে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে বেশ স্বাভাবিক অবস্থাই লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সূত্রে জানা গেছে, ক্যাম্পাস থেকে যথাসময়েই বাসগুলো শহরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে সকাল ৮:১০ মিনিটের ট্রিপে ২৪টি বাস ছেড়ে যাবার কথা থাকলেও, ৬টি বাস শহরের বিভিন্ন রুটে গিয়েছে।
এছাড়া, সকাল ৯:১০ মিনিটের ট্রিপেও তুলনামূলক কম বাস ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে বলে জানা গেছে।
এদিকে, রাবি ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু বলেছেন, "বিএনপি-জামায়াতের যেকোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাবি ছাত্রলীগ প্রস্তুত আছে। ক্যাম্পাসে আমাদের সকল নেতা-কর্মী সক্রিয় অবস্থানে আছে।"
এর আগে, গতকাল রাতে এক ফেসবুক পোস্টে রাবি ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বান জানান।
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. জহুরুল আনিস বলেন, "এখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। প্রক্টর স্যার এবং প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে সকাল ৮টার বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে এবং যথারীতি প্রবেশ করেছে। যতটুকু জানি, ক্লাস-পরীক্ষাগুলোও স্বাভাবিকভাবেই চলছে। তবে যেহেতু ছুটির পর আজকে প্রথম দিন তাই হয়তো শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।"