• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

জবির চারুকলা অনুষদের প্রথম ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৫:০৮ পিএম
জবির চারুকলা অনুষদের প্রথম ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মোহা. আলপ্তগীন। ছবি : সংবাদ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহা. আলপ্তগীন। তিনি বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীনকে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক মোহা. আলপ্তগীন ১১ জানুয়ারি হতে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৪ জানুয়ারি যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। অনুষদের আনুষ্ঠানিক যাত্রায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মোহা. আলপ্তগীন বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে দেশে, তথা বিশ্ব দরবারে আরও অলংকৃত করে তুলে ধরার চেষ্টা করব। তিনটি বিভাগকে নিয়ে কাজের নতুন মাত্রায় এগিয়ে যাব।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!