• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ নিয়ে ২৯ প্রশ্নের উত্তর দিল অধিদপ্তর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৩:৩৭ পিএম
শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ নিয়ে  ২৯ প্রশ্নের উত্তর দিল অধিদপ্তর
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অ্যাপটিতে লগইনসহ ব্যবহার বিধি নিয়ে বিভিন্ন জটিলতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব সমস্যা নিয়ে ২৯টি প্রশ্নের উত্তর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।

মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

মাঠ পর্যায়ে এসব নির্দেশনা পৌঁছে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনায় কিছু সংশোধন আনা হয়েছে। ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, হিন্দুধর্ম, স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণির গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা, শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক, ষষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্টে সংশোধন করা হয়েছে। শিক্ষা অধিদপ্তর থেকে এ সংশোধনীগুলো সব সরকারি-বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

নতুন শিক্ষাক্রমের নৈপুণ্য অ্যাপের ২৯ প্রশ্নের উত্তর দেখতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!