• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

শাবিতে সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:৫১ এএম
শাবিতে সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য
ফুল গাছ রোপণ করছেন ঢাবি উপাচার্য। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও প্রধান ফটকে বনায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় ফুল গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ,বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আারফিন খাঁন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশসহ প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!