দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ক্যালেন্ডার অনুসারে ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পরে আগামী ৮ অক্টোবর থেকে পুরোদমে স্কুল-কলেজে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপপরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। আগামী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় যেহেতু নির্দেশনা দিয়েছে, সে জন্য ৮ ও ৯ অক্টোবর পরীক্ষা নেওয়া যাবে না। এ দুদিন স্কুল-কলেজ খোলা থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসতে হবে। এ ছাড়া কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারেন।