চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অক্টোবরের মধ্যেই হতে পারে। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এখন জোরেশোরে চলছে খাতা মূল্যায়ন ও ফল প্রক্রিয়াকরণের কাজ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ বাধ্যতামূলক। সে হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করার প্রস্তুতি চলছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “এখনও খাতা দেখার কাজ শেষ হয়নি। তবে খুব দ্রুতই খাতা মূল্যায়ন শেষ করে ফলাফল তৈরি করা হবে। আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।”
চলতি বছর কয়েক দফা সূচি পরিবর্তনের কারণে এইচএসসি পরীক্ষা শেষ হতে দেরি হয়। প্রথম রুটিন অনুযায়ী ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, কয়েকটি বিষয় স্থগিত করায় তা শেষ হয় ১৯ আগস্ট।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সব মিলিয়ে এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহুল কাঙ্ক্ষিত ফল প্রকাশের দিনের।