• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে ককটেল উদ্ধার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০২:১৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে ককটেল উদ্ধার
ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুইটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি।

জানা যায়, ভবনটির নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুমে ককটেল সদৃশ দুইটি বস্তু দেখতে পান। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ১০ টা ৪০ মিনিটের দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল দুইটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের মন্তব্য জানতে ফোন করা হলে তিনি সাড়া না দেওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওয়াশরুম থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তু দুটি আসলেই ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!