• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

আপাতত চবির ক্লাস কার্যক্রম চলবে অনলাইনে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৫:৩২ পিএম
আপাতত চবির ক্লাস কার্যক্রম চলবে অনলাইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যে কোনো বিভাগ স্বশরীরে অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হবে। ভিসি নিয়োগের পরে অফলাইনে ক্লাস হবে। যেহেতু প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট নেই তাই অনলাইনে ক্লাস হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!