• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

নীলক্ষেত মোড় অবরোধ ৩৫ প্রত্যাশীদের, যান চলাচল বন্ধ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৯:২৯ পিএম
নীলক্ষেত মোড় অবরোধ ৩৫ প্রত্যাশীদের, যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ কয়েক দফা দাবিতে এবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিলেও পরে সরে যায় পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এতে নীলক্ষেত মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পাঁচটার কয়েক মিনিট পার হতে না হতেই অবস্থান নেয় পুলিশ।

‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, “লাগাতার কর্মসূচি অংশ হিসেবে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন হলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন চাই। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩৫ প্রত্যাশীদের দাবিগুলো হলো- চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।

Link copied!