• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি, লাগবে না আইইএলটিএস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৪:৪৯ পিএম
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি, লাগবে না আইইএলটিএস
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়া সরকার সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় বিনা মূল্যে পড়াশোনার জন্য  অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তির আওতায় শর্ট কোর্স, ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডিতে পড়াশোনা করা যায়।

এই বৃত্তির আওতায় যেসব বিষয়ে পড়া যাবে
মেডিকেল সায়েন্স
হিউম্যান মেডিসিন
টেকনিক্যাল সায়েন্স
হেলথ সায়েন্স
মানবিক
কলা
প্রাকৃতিক বিজ্ঞান
সামাজিক বিজ্ঞান

যেসব সুযোগ সুবিধা পাবেন
স্বাস্থ্য বিমা
যাতায়াত ভাতা
বাসস্থান ভাতা
মাসিক ভাতা

যোগ্যতা
ব্যাচেলর প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষার্থীর অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ১২ বছরের শিক্ষাজীবন পূর্ণ করতে হবে।
মাস্টার্সে আবেদনের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডিতে আবেদনের জন্য অবশ্যই ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বয়স
পিএইচডি প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং ব্যাচেলর ও মাস্টার্স প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে।

অস্ট্রিয়ার নাগরিক ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

তবে এখানে বিভিন্ন দেশ ও প্রোগ্রামভিত্তিক আলাদা আলাদা বৃত্তির তালিকা আছে, যেগুলোর সময়সীমাও ভিন্ন ভিন্ন। তাই আপনি যে বিষয়ের জন্য আবেদন করতে চান, সেটি ভালোভাবে খুঁজে নিতে হবে।

Link copied!