• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

কৃষি গুচ্ছে ভর্তি পরিক্ষায় উপস্থিতি ৮০ শতাংশ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৮:০৮ পিএম
কৃষি গুচ্ছে ভর্তি পরিক্ষায় উপস্থিতি ৮০ শতাংশ

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৮টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমন্বিত এ পরীক্ষায় উপস্থিতির হার ৮০.৫৯ শতাংশ।

চতুর্থবারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এ বছর নেতৃত্বে দেওয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞা এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞা জানান, এ বছর ৩ হাজার ৫৪৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ২১৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ভর্তি পরীক্ষায় বসেন ৬৫ হাজার ৪৫১ জন। উপস্থিতির হার ৮০ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৪৪ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিলেন ৩৫ হাজার ৩২০জন। উপস্থিতি প্রায় ৭৯ শতাংশ। শেকৃবিতে ৭ হাজার ৫০০ জনের মাঝে উপস্থিত ছিলেন ৬ হাজার ৩৪৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপকেন্দ্রে ২৬ হাজার ৮১৭ জনের মাঝে ২১ হাজার ৭৮৬ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপকেন্দ্রে ১০ হাজার ৪২ জনের মাঝে ৭ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ১৪৯ জন। উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৮৮ দশমিক ৩৪ শতাংশ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. অলোক কুমার পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

ভর্তি পরীক্ষা শেষে অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার ছিল সন্তোষজনক।”

এদিকে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো হলো: 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

Link copied!