• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা সম্পন্ন যে কেউ আবেদন করতে পারেন। এ কোর্সে ২০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির আবেদন যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, ইইই, সিএসই, ইসিই, আইসিটি, চিকিৎসা পদার্থবিদ্যা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস এবং মেকাট্রনিকস, ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিকস, ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংসহ প্রাসঙ্গিক বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। 

গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতকে জিপিএ/সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ৩.৫ করে সিজিপিএ থাকতে হবে।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়
ভর্তি ফরম সংগ্রহ ও জমাসহ দেওয়া যাবে ২০২৪ সালে ৪ জানুয়ারি পর্যন্ত

ভর্তি পরীক্ষা
৭ জানুয়ারি ২০২৪

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!