• ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২, ২৯ সফর ১৪৪৬

‘কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:২৩ পিএম
‘কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই’
বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, “বিশ্ব এমন জায়গায় যাচ্ছে যে, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোয়ালিটি কারিগরি শিক্ষা যেন শিক্ষার্থীরা গ্রহণ করে।”

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চৌধুরী রফিকুল আবরার বলেন, “আমাদের মাঝে কারিগরি শিক্ষার ব্যাপারে অনীহা রয়েছে। আজ চাকরির সুযোগ সীমিত হয়ে আসছে। কারিগরি শিক্ষার সুযোগ দেশে ও বিদেশে বাড়ছে। অভিভাবকদেরও বুঝতে হবে যে তাদের সন্তানদের ভবিষ্যৎ রয়েছে এ কারিগরি শিক্ষার মধ্যে।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “আমাদের এমন কারিগরি শিক্ষা চালু করতে হবে, যার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। তাদের সেভাবে আমাদের গড়ে তুলতে হবে। সরকারকে এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।”

চৌধুরী রফিকুল আবরার বলেন,  “জুলাই আমাদের গর্বের মাস। আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাব, জুলাইয়ে প্রোগ্রাম করে শহীদদের স্মরণ করতে। আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের ধন্যবাদ দেওয়া এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সাধ্যমতো হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্যমতো করছে। যারা পঙ্গু তাদের সম্ভব না হলে তাদের পরিবারকে যেন সাহায্য করা যায় সে দায়িত্ব আমাদের সবার।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “আমাদের অধিকার ছিল না। আমরা প্রজায় পরিণত হয়েছিলাম। এ ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অল্প সময়ের জন্য আমাদের হাতে দায়িত্ব এসেছে। জনগণ যাদের নির্বাচিত করবে আমরা এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করব। এমন শিক্ষা যেটা মানুষকে দক্ষ করবে, নৈতিক ও মানবিক করবে সেই শিক্ষার শুরুটা যেন আমরা করে যেতে পারি।”

Link copied!