• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

স্কুল বন্ধের বিষয়ে যা বলল মাউশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:২২ এএম
স্কুল বন্ধের বিষয়ে যা বলল মাউশি
লোগো

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শুক্রবার তিনি বলেন, “করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি। সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করব, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন।”


অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রোববার থেকেই স্কুল খুলছে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!