• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শাবিতে সোনালী ব্যাংকে চুরি করতে গিয়ে আটক ১


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ১২:১৪ পিএম
শাবিতে সোনালী ব্যাংকে চুরি করতে গিয়ে আটক ১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সোনালী ব্যাংক শাখায় চুরি করতে গিয়ে আটক হয়েছেন জালাল আহমদ নামের এক যুবক। তার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম ডলিয়ায়।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. দিলশাদ আলী জানান, আনুমানিক রাত চারটার দিকে ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোর। ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হঠাৎ শব্দ শোনে গ্রিলের দিকে যান। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তারা বাথরুম থেকে চোরকে হাতেনাতে ধরে ফেলেন।

ব্যাংকের ভেতরে দায়িত্বরত আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, “রাত চারটার দিকে হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। শব্দের কারণ খুঁজতে গিয়ে বাথরুমের পাশে বেসিনের ওপর গ্রিল কাটা পাই। পরে বাথরুমের দরজা খুলতে গেলে ভেতর থেকে বন্ধ দেখা যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দিই। তারা এলে পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি।”

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, জালাল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!