শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শিক্ষকের’ জন্য আনা ফেনসিডিলসহ এক প্রহরীকে আটক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়। তার নাম জাহিদুর রহমান বলে জানা গেছে। শিক্ষার্থীরা আটকের তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জাহিদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ওই পার্সেল আনতে গেটে পাঠিয়েছিলেন। ওই প্যাকেটের ভেতর কী ছিল, সেটা আগে থেকে তিনি জানতেন না।
ওই শিক্ষকের নাম কী, এমন প্রশ্নের জবাবে জাহিদুর কারও নাম জানাতে পারেননি।
পরে গণমাধ্যমকর্মী, পুলিশ ও তিন শিক্ষার্থীর উপস্থিতিতে জাহিদুরকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে নিয়ে যাওয়া হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের ছবি দেখালে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদারকে শনাক্ত করেন জাহিদ।
এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, “এক যুবক উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন। তিনি এখানকার আউট সোর্সিংয়ের সিকিউরিটি গার্ড। জাহিদুর রহমান নামের ওই সিকিউরিটি গার্ডকে ফেনসিডিলসহ আটক করে পুলিশের হাতে দিয়েছেন শিক্ষার্থীরা।”







































