• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

রাবি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অটো ভাড়া দ্বিগুণ


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৯:৫৯ এএম
রাবি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অটো ভাড়া দ্বিগুণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তিনজন অটো গাড়িতে উঠেন। তালাইমারী মোড়ে নেমে একশ টাকার নোট দিলে ৩০ টাকা ভাড়া নেন। অথচ ঐ দূরত্বরে নির্ধারিত ভাড়া জনপ্রতি ৫ টাকা। তখন তাকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা বলা হলে ১৫ টাকা ফেরত দেন চালক। ফেরত টাকা নিয়েই রাবিতে অধ্যয়নরত ঐ শিক্ষার্থী চালককে বললেন, এভাবেই আপনারা ভর্তিচ্ছু নতুনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাই না? ভাড়ার পরিমাণটা জানা আছে বলেই আমি বলতে পারলাম। 

এভাবেই অটো চালকরা অধিকাংশ নবাগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নবাগতরা ভাড়ার পরিমাণ জানেন না বলেই এই ভোগান্তি ও দুর্ব্যবহারের  শিকার হচ্ছেন বলে জানা যায়।

রাবির ফিশারিজ বিভাগের অধ্যাপক এম মাহবুবুর রহমান রিকশাওয়ালাদের খামখেয়ালি/দুর্ব্যবহার সম্পর্কে এক ফেসবুক পোস্টে এভাবে লেখেন, “স্যাররা/ভাইয়ারা... আমি কলম/পানি/স্যানিটাইজার চাই না... আমি রিকশাওয়ালাদের খামখেয়ালি/দুর্ব্যবহার থেকে পরিত্রাণ চাই!”

তিনি আরো লিখেন, “অনেক কষ্ট করে দূর-দূরন্ত থেকে শিক্ষার্থীরা রাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসছেন (অনেকে আসেননি), এরা সবাই মধ্যবিত্ত পরিবারের! অত্যন্ত দুঃখজনক যে, ঐ মধ্যবিত্তের যে যেভাবে পারছেন সেভাবেই গলা কাটছেন! ১০ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা, ৩০ টাকার খাবার ১৫০ টাকা...! এটা অমানবিক... এটা অত্যাচার... এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের/ক্ষমতাবানদের উচিত এই সমস্যা সমাধানে এগিয়ে আসা! এটা শান্তির শহরের সাথে কোনোভাবেই যায় না!”

ঢাকা থেকে আসা সাইফুল ইসলাম নামের এক পরীক্ষার্থী স্টেশন থেকে তালাইমারী পর্যন্ত অটোরিকশা যোগে আসেন। রিকশাচালক তার কাছ থেকে ৭০ টাকা ভাড়া আদায় করেন। অথচ ভাড়া ছিল সর্বোচ্চ ৩০ টাকা।

জুনায়েদ হোসেন নামের আরেকজন লিখেছেন, “বিষয়টা নতুন কিছু নয়, প্রতিবারই এরকম হয়। তবে এবার মনে হয় একটু বেশিই করেছে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

Link copied!