• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

জবি ও ঢাবি উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৭:৪৬ পিএম
জবি ও ঢাবি উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড.  মো. ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে দুই উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকরা, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক অর্থ ও হিসাব দপ্তর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!