• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

জবিতে সময় বাড়ল বিলম্ব ফি মওকুফের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৪:৫৮ পিএম
জবিতে সময় বাড়ল বিলম্ব ফি মওকুফের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সব শিক্ষার্থীর বিলম্ব ফি মওকুফের সময়সীমা বেড়েছে। ৩১ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত এই সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারি বিবেচনায় ২০২১ সালের ২০ মার্চ হতে ১৪ জুলাইয়ের ধারাবাহিকতায় ৩১ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সব শিক্ষার্থীর বিলম্ব ফি মওকুফ করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

এর আগে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি পরিশোধে বিলম্ব ফি মওকুফের সময়সীমা ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!