• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হাফ ভাড়ার দাবীতে ছাত্রফ্রন্টের সমাবেশ


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০২:১৯ পিএম
হাফ ভাড়ার দাবীতে ছাত্রফ্রন্টের সমাবেশ

মাগুরায় শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন ও সমাবেশ করে। 

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় পাঠচক্র বিষয়ক সম্পাদক সম্পা বসু, বাসদ মাগুরা জেলা শাখার সংগঠক জয় বিশ্বাস, সোহেল মুন্সী ও পূর্ণিমা  মণ্ডল।

সমাবেশ থেকে অবিলম্বে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু ও জ্বালানি তেলের মূল্যে কমানোর দাবী হয়।

Link copied!