কক্সবাজারের ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় যাত্রীবাহী পূর্বাণী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন জানান, চট্টগ্রামমুখী বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুইজন মারা গেছেন। ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, “খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।”