• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

সাফজয়ী তিন ফুটবলার পাচ্ছেন অর্থ পুরষ্কার


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:৩০ পিএম
সাফজয়ী তিন ফুটবলার পাচ্ছেন অর্থ পুরষ্কার

ফুটবল খেলে ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ফুটবল দল। ১৯ বছরের খরা কাটিয়ে এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অপরাজিতা চ্যাম্পিয়ন বাঘিনীরা।

এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিন খেলোয়াড় আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। শিরোপা জয়ের আনন্দের বাড়তি ঢেউ লেগেছে পাহাড়ি ওই জেলায়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস তাদের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

Link copied!