• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

সন্ধান মিলেছে নিখোঁজ সেই ৪ বোনের


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২২, ১০:১৬ এএম
সন্ধান মিলেছে নিখোঁজ সেই ৪ বোনের

সাত দিন আগে নিখোঁজ হওয়া চার বোনের সন্ধান পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে পিবিআই। নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিখোঁজ চার বোনের মামা সিদ্দিকুর রহমান বলেন, “ভাগনিদের নিতে কুমিল্লা পিবিআইয়ের কার্যালয়ে এসেছি আমরা। এখন তাদের সঙ্গেই আছি। তাদের আমরা খুঁজে পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।”

চার মেয়ের বাবা মুজিবুল হক বলেন, “সন্তানদের খোঁজ পাওয়ার পর আমার স্ত্রী ও শ্যালক তাদের আনতে নাঙ্গলকোট থেকে কুমিল্লায় গেছে। তারা পিবিআইয়ের কার্যালয়ে আছে। মেয়েদের সন্ধান পেয়েছে বলে আমাকে মোবাইলে জানিয়েছে তাদের মা।”

গত ২৫ মে মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয় কুমিল্লার নাঙ্গলকোটের চার বোন। পরে অভিমান ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান তাদের নানি। পরদিন ২৬ মে সেই বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় তারা।

নিখোঁজ চার বোন উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষার্থী। আত্মীয়স্বজনসহ বন্ধুবান্ধবীদের বাড়িতে খোঁজ করেও মেলেনি সন্ধান। এ ঘটনায় ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা মুজিবুল হক। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়। 

Link copied!