• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৮:০৯ পিএম
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক মো. খোরশেদ আলম চামটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

জানা গেছে, দুপুর ১টার দিকে শিশুটিকে বাড়িতে একা পেয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন খোরশেদ আলম। পরে শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খুরশেদ আলম পালিয়ে যায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “বিষয়টি জানা মাত্র তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!