• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৯:০৪ পিএম
রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় টয়লেটে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।

রাশিয়ান নাগরিক জারিপয় রাভিল (৪০) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম এটোমস্ট্রয়ের নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ৯ নম্বর ভবনের থাকতেন নাগরিক জারিপয় রাভিল। সোমবার রাতে ডিউটিতে গিয়ে শারীরিক অসুস্থতার কথা বলে তিনি ভবনে চলে আসেন। বুধবার কাজে যোগদানের কথা থাকলেও কাজে যোগ করেনি। বুধবার সন্ধ্যায় পাশের রুমমেট জারিপয় রাভিলকে টয়লেটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রিন সিটি, রূপপুর প্রকল্প সংশ্লিষ্টদের খবর দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করে মরদেহ তার নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!